বিজ্ঞাপন

মোরেলগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, এলাকায় আতঙ্ক

April 8, 2020 | 8:15 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, তারা দু’জনেই বার্ধক্যসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে পরিবারের অন্য সদস্যর সবাই সুস্থ আছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, তাদের কারও মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকাল ৭টায় মারা যান মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকার বাসিন্দা গীতা ভৌমিক। এর দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে মারা যান তার স্ত্রী শিপ্রা রানী ভৌমিক।

গীতা ভৌমিকের পরিবারের সদস্যরা বলছেন, অ্যাজমা, ডায়েবেটিক, হৃদরোগ, ব্লাড প্রেসারসহ বিভিন্ন রোগে তারা ভুগছিলেন। এ বছরের জানুয়ারিতে ভারতেও গিয়েছিলেন চিকিৎসার জন্য।

এই দম্পতির মৃত্যুর পর মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কে এম আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফসান হোসেন ও ডা. ওমামা হকের নেতৃত্ব একটি মেডিকেল টিম ওই বাড়ি অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। তারা জানান, ওই দম্পতি বা তার পরিবারের সদস্যদের কারও মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নেই।

বিজ্ঞাপন

ডা. কামাল হোসেন মুফতি বলেন, অল্প সময়ের ব্যবধানে দু’জনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আমাদের মেডিকেল টিম সবার সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের  বাকি সদস্যরাও সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবু আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন