বিজ্ঞাপন

বিশ্ব অ্যাথলেটিকস পেছালো এক বছর

April 9, 2020 | 7:44 pm

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাস স্থবির করে দিয়েছে বিশ্বকে। ক্রীড়াক্ষেত্র থমকে গেছে সবার আগে। করোনার কারণে দীর্ঘদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক ও প্যারা অলিম্পিকের মতো ইভেন্টগুলো। ফলে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ার বিষয়টি অনুমিতই ছিল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চূড়ান্ত ঘোষণা এলো।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ পেছানোর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ওরেগানে টুর্নামেন্টের এবারের আসরটি শুরু হওয়ার কথা ছিল ২০২০ সালের ৬ আগস্ট। বিবৃতিতে বলা হয়েছে, এটি নতুন করে শুরু হবে ২০২২ সালের ১৫ জুলাইয়ে।

অলিম্পিক ও প্যারা অলিম্পিকের সঙ্গে সাংঘর্ষিক যাতে না হয়, মূলত সেই কারণেই প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।

উল্লেখ্য, করোনার প্রকোপে অলিম্পিক, অ্যাথলেটিকসের পাশাপাশি ফুটবল, ক্রিকেট, টেনিস, বাস্কেটবলসহ প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট বন্ধ আছে। চীনের উহান থেকে এই মুহূর্তে বিশ্বের ২০৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৮৮ হাজার ৪৫৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন