বিজ্ঞাপন

অসচ্ছল শিল্পী ও কুশলীদের পাশে টিভির চার সংগঠন

April 9, 2020 | 8:00 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশে সকল প্রকার নাটকের শুটিং বন্ধ রয়েছে। এ সময়ে বেশ বিপাকে পড়েছে অসচ্ছল শিল্পী কলাকুশলীরা। তার অধিকাংশেরই সঞ্চয় শেষের পথে। তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন ভিত্তিক চার সংগঠন। তারা অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের বাসায় সহায়তা সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ- এই চারটি সংগঠনের উদ্যোগে ৪৯২ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়, করোনায় শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরই চারটি সংগঠন নিয়মিত তাদের মধ্যে যোগাযোগ করে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছিল। তারই উদ্যোগ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো।

জানা যায়, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ডস, অভিনয় শিল্পী সংঘ ও নাট্যকার সংঘ মিলে ৫ লাখ টাকার ফান্ড তৈরি করেছে। এ ছাড়া আরও ১২টি সংগঠনের অসচ্ছল সদস্যদের টাকা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের এগুলো দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন