বিজ্ঞাপন

ভেন্টিলেটরের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে চীন

April 10, 2020 | 1:21 am

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ভেন্টিলেটরের চাহিদাও বাড়ছে। বিশ্বব্যাপী এ যন্ত্রটির চাহিদার বড় অংশ যোগান দিচ্ছে চীন। তবে যে হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে দেশটি। চীন ইতিমধ্যে ১০ লাখ ভেন্টিলেটরের ক্রয়াদেশ দিয়েছে বিভিন্ন দেশ।

বিজ্ঞাপন

দেশ ভেদে আলাদা আলাদা মানের ভেন্টিলেটরের চাহিদা থাকায় দ্রুত উৎপাদন করা আরও কঠিন হয়ে ওঠেছে। বিপুল সংখ্যক ভেন্টিলেটর কম সময়ের মধ্যে চীনের একার পক্ষে তৈরি সম্ভব নয় বলে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে সুইজারল্যান্ডের সহায়তা চেয়েছেন। তিনি বলেন, এত ভেন্টিলেটর বানাতে হলে প্রচুর যন্ত্রাংশ বাইরে থেকে আনতে হবে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের  কোম্পানি হ্যামিলটন মেডিকেল সারা বিশ্বে ভেন্টিলেটর তৈরির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ভেন্টিলেটরের প্রয়োজনীয় যন্ত্রাংশও রফতানি করে প্রতিষ্ঠানটি।

চীনের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে,  ইতিমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীকে এক ফোনকলে ভেন্টিলেটর তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ দ্রুত সরবরাহ করার অনুরোধ জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, সুইজারল্যান্ডের মত কয়েকটি দেশ ভেন্টিলেটির তৈরির জরুরি কিছু যন্ত্রাংশের প্রধান যোগানদাতা। আমরা আশা করি সুইজারল্যান্ড যোগান দ্রুতই বাড়াবে যাতে আমরা দ্রুত ভেন্টিলেটর তৈরি করতে পারি ও যাদের প্রয়োজন তাদের তা সরবরাহ করতে পারি।

বিজ্ঞাপন

এদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেছেন, ভেন্টিলেটরের উৎপাদন বাড়াতে চীনের সঙ্গে কাজ করবে তার দেশ। এছাড়া কোভিড-১৯ রোগটির ওষুধ ও ভ্যাকসিন তৈরিতেও সহায়তা দিতে প্রস্তুত সুইজারল্যান্ড।

উল্লেখ্য, শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ভেন্টিলেটর তৈরিতে ইতিমধ্যেই যোগ দিয়েছে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড, টেসলা, জেনারেল মোটরস ইতিমধ্যে ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেছে।

যুদ্ধকালীন পরিস্থিতির মত জরুরিভিত্তিতে বিভিন্ন দেশে ভেন্টিলেটর তৈরির কাজ শুরু হলেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারের তুলনায় ভেন্টিলেটরের উৎপাদন এখনও কম। নিউইয়র্ক শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ সপ্তাহে জানিয়েছে শুধু তাদের শহরেই এ মাসে আরও ৩০ হাজার ভেন্টিলেটরের প্রয়োজন ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনাভাইরাসের আবির্ভাবের আগে গত বছর ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম জানিয়েছিলো, বিশ্বজুড়ে ৭৭ হাজার ভেন্টিলেটরই যথেষ্ট।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন