বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

April 10, 2020 | 4:16 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: ত্রাণের দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক হতদরিদ্র কর্মহীন মানুষ। শুক্রবার (১০ এপ্রিল) সকালে ১১টায় আউলিয়াপুর কচুবাড়ি গ্রামের হতদরিদ্ররা এই অবরোধে অংশ নেন।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর (তিয়াস তিমু পেট্রোল পাম্প) এলাকায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করা হয়। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়ে আন্দোলনকারিদের খাদ্য সহায়তার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।

আন্দোলনকারীরা জানান, জেলার দরিদ্রদের জন্য খাবার আসতেছে, কিন্তু সেগুলো কেউ পাচ্ছে না। কই যাচ্ছে সেসব খাবার? ত্রাণের নামে নানাকিছু বলা হলেও কোনোকিছুই দেওয়া হচ্ছে না।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রামের কিছু লোক এখানে ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করেছেন। আমরা এই উপজেলায় ইতিমধ্যে ১৩০০ লোককে জনপ্রতি ৩০ কেজি করে চাল দিয়েছি। এছাড়াও সরকারি ত্রাণের আলু-ডালও দেওয়া হয়েছে। এখানে যারা সত্যি সত্যি ত্রাণ পাননি তাদের নাম লিস্ট করা হচ্ছে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন