বিজ্ঞাপন

লিডসের কিংবদন্তী হান্টার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

April 10, 2020 | 6:44 pm

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড জাতীয় দলের রক্ষণভাগের সাবেক তারকা ফুটবলার নরম্যান হান্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সাবেক ক্লাব লিডস ইউনাইটেড এক বার্তায় এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

৭৬ বছর বয়েসি হান্টারের রোগমুক্তি কামনা করে লিডস ইউনাইটেড ওই বার্তায় বলে, যুদ্ধ করতে থাক হান্টার, আমরা তোমার সঙ্গে আছি।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেডের কিংবদন্তী নরম্যান হান্টার ক্লাবটির হয়ে ১৫ বছরে ৭২৬ ম্যাচে মাঠে নেমেছেন। ক্লাবটির ইতিহাসে তিনটি প্রিমিয়ার লিগের দুটিই জিতেছেন তিনি। এছাড়া ১৯৬৬ সালের ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী স্কোয়াডেরও সদস্য ছিলেন হান্টার।

ফুটবল মাঠের রক্ষণভাগে হান্টার একজন সমীহ অর্জনকারী দুর্দান্ত ট্যাকেলার। ভয়-ডরহীন ট্যাকেলের জন্য তার নাম দেওয়া হয় ‘বাইটস ইয়র লেগ’।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৮ হাজার জনের।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন