বিজ্ঞাপন

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

April 10, 2020 | 10:27 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এ রিপোর্ট লেখা অবধি করোনাভাইরাসে সংক্রমণের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ মানুষ। বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি।

বিজ্ঞাপন

গত বছরের শেষ সপ্তাহে চীন থেকে সংক্রমণ ছড়িয়ে পড়া এ ভাইরাসটি এখন পৃথিবীর প্রায় সবকটি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেদেশে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ১৯ হাজার মানুষ। এছাড়া যুক্তরাষ্ট্র ও স্পেনে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত মারা গেছেন প্রায় ১৮ হাজার ও স্পেনে মৃত্যু হয়েছে প্রায় ১৬ হাজার জনের। ফ্রান্স ও যুক্তরাজ্যেও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। দেশ দুটি যথাক্রমে ১২ হাজার ২১০ ও ৮ হাজার ৯৩১ জনের মৃত্যু হয়েছে।

চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হলেও বর্তমানে সেদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে আছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে মৃত্যু হয়েছে প্রায় চার হাজার ২০০ ও বেলজিয়ামে ৩ হাজার জনের।

এদিকে বাংলাদেশে শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২৪ জন।

বিজ্ঞাপন

করোনা:  লাইভ আপডেট

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন