বিজ্ঞাপন

করোনাভাইরাস: চীনে ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ১০৮ জন আক্রান্ত

April 13, 2020 | 9:13 am

আন্তর্জাতিক ডেস্ক

চীনে ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা রিপোর্ট করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দেশটিতে নভেল করোনাভাইরাসে মোট আক্রান্ত পাওয়া গেছে ১০৮ জন। তারমধ্যে ৯৮ জনই বিভিন্ন দেশ সফর করে চীনে এসেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে সোমবার (১৩ এপ্রিল) এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

এদিকে, নভেল করোনাভাইরাসে সংক্রমণে আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় চীনে দ্বিতীয় দফায় ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অনেকেই।

অন্যদিকে, নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে ১১ সপ্তাহ টানা লকডাউন থাকার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত চীনে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৬০ জন এবং মৃত্যু হয়েছে তিন হাজার ৩৪১ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৭৭ হাজার ৬৬৩ জন। বর্তমানে মোট সংক্রমণের শিকার এক হাজার ১৫৬ জন। তাদের মধ্যে ১ হাজার ৩৫ জনের অবস্থা ভালোর দিকে। ১২১ জনের অবস্থা সংকটাপন্ন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন