বিজ্ঞাপন

মুসলিম তরুণদের হাতে কোরআন ও কম্পিউটার রাখতে বললেন মোদি

March 1, 2018 | 7:48 pm

স্টাফ করেসপন্ডেন্ট:

বিজ্ঞাপন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইটে লিখেছেন, ‘গোটা ভারত জুড়ে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। সুফিবাদের প্রভাব প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মুসলিম যুবকদের ক্ষমতায়নে ভারত সরকার কোন বাধার সৃষ্টি করে না। আমরা চাই তাদের এক হাতে কোরআন এবং অন্য হাতে একটি কম্পিউটার থাকুক।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল একাউন্ট থেকে এই টুইটটি করেন নরেন্দ্র মোদি।

মোদির এই টুইটকে কেন্দ্র করে গোটা ভারত জুড়েই শুরু হয়েছে আলোচনা। ভারতের বর্তমান ডানপন্থী সরকারের প্রধান ব্যাক্তি এমন টুইট দেশটিতে হিন্দু-মুসলমান বিভেদের ক্ষত মুছতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

দেশটির বিরোধী রাজনৈতিক শক্তিও মোদির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

বিকেল ৫টা ২১ মিনিটে ওই টুইটটি করার পর এতে পড়তে থাকে হাজার হাজার মন্তব্য ও লাইক।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মোদি বলেন, ‘সন্ত্রাসের কোনও ধর্ম নেই। সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এ লড়াই হচ্ছে যুবকদের বিপথে পরিচালিত করে এমন মানসিকতার বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

এসময় ভারত সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন