বিজ্ঞাপন

আইডিসিআরের ৪, অধিদফতরের আরও একজন করোনা আক্রান্ত

April 16, 2020 | 5:31 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের পাঁচজনের মধ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

তিনি সারাবাংলাকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের চারজন কর্মচারি আক্রান্ত হয়েছেন। সেজন্য সবাইকে বাসায় থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন মাধ্যমে যেভাবে বলা হচ্ছে আইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা কোয়ারেনটাইনে আছেন তা আসলে সত্যি নয়। তিনি বাসায় বসেই অফিস করছেন।’

স্বাস্থ্য অধিদফতরের একাধিক সূত্র জানিয়েছে, ‘প্রতিষ্ঠানটির একজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। যার একজন আত্মীয় কাজ করতো আইইডিসিআর-এ। আইইডিসিআর’র একজন পরিচ্ছন্নতাকর্মীর শরীরের কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া প্রতিষ্ঠানটির একজন টেকনোলজিস্ট, একজন মালী ও একজন পিয়ন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে এরা সবাই বাইরে থেকেই আক্রান্ত হয়েছেন বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের সূত্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন