বিজ্ঞাপন

নির্বাচনে জিততে শুদ্ধি অভিযান চালাবে আওয়ামী লীগ

March 2, 2018 | 8:05 am

এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে চায় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ জন্য নির্বাচনকে সামনে রেখে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগে শুদ্ধি অভিযানের প্রস্তুতি চলছে। আওয়ামী লীগ চায় বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত নেতা-কর্মীদের ছেঁটে ফেলে ক্লিন ইমেজের নেতা-কর্মীদের নিয়ে আগামীর পথ পাড়ি দিতে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘আওয়ামী লীগ সামনের জাতীয় নির্বাচনে জয়লাভ করতে চায়। আওয়ামী লীগ গণমানুষের দল, আমরা গণমানুষের উন্নয়ন করতে চাই। উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকার গঠনের বিকল্প নাই।’

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিতর্কিত নেতা-কর্মী বা দুর্নীতিপরায়ণ নেতা-কর্মী থাকুক, তা আমরা কেউই চাই না। তাই এরই মধ্যে বিতর্কিত বা দুর্নীতিপরায়ণ নেতা-কর্মীদের দল থেকে বাদ দিতে কাজ শুরু হয়েছে। অচিরেই আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চালানো হবে। যাতে ক্লিন ইমেজে কোনো ভাজ না পড়ে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, ভোটারদের আস্থা বাড়াতেই শুদ্ধি অভিযান চালাবে দলটি। এ জন্য জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিতর্কিত ও দুর্নীতিপরায়ণ নেতা-কর্মীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দলের সভাপতি শেখ হাসিনা নিজেই এই শুদ্ধি অভিযানের প্রক্রিয়া তদারকি করছেন।

সূত্রগুলো আরও বলছে, শিক্ষা ও ব্যাংক এই দুই খাত নিয়ে বিব্রত অবস্থায় রয়েছে দলটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাতের নেতাদের ব্যর্থতায় বিরক্ত।

এদিকে, গত বুধবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারের কোনো মন্ত্রী-এমপিও যদি দুর্নীতি করে তাদের দুর্নীতি দমন কমিশন-দুদক ডাকতে পারে। সেক্ষেত্রে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘দুর্নীতি করলে কোনো ছাড় হবে না। যে করবে তাকে সাজা পেতে হবে। দুর্নীতিবাজদের আমরা প্রশ্রয় দেই না। দুর্নীতি দমন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। আমার কোনো নেতা বা মন্ত্রী, এমপি কারও বিষয়ে তাদের সন্দেহ হলে তারা ডেকে নিয়ে প্র্রশ্ন করতে পারেন। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না।’

সারাবাংলা/জেআইএল/এমএস/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন