বিজ্ঞাপন

চট্টগ্রাম-নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২ জন

April 18, 2020 | 9:12 am

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগে নভেল করোনাভাইরাসে সংক্রমিত আরও দু’জন পাওয়া গেছে। এদের একজন চট্টগ্রাম নগরী এবং আরেকজন নোয়াখালী জেলার বাসিন্দা। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) দুই জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় মোট ৯১ জনের নমুনা পরীক্ষায় দুজনকে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে আক্রান্ত ২৫ বছর বয়সী নারী চট্টগ্রাম নগরীর বাসিন্দা। তিনি একই এলাকায় এর আগে করোনা আক্রান্ত এক নারীর ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে।

নগর পুলিশের উপ-কমিশনার (বিশোষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে জানান, প্রথমবার করোনা আক্রান্ত শনাক্তের পর শাপলা আবাসিক এলাকার একটি ভবন লকডাউন করা হয়। নতুনকরে শনাক্ত হওয়া নারী ওই ভবনের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে, নোয়াখালীর করোনাভাইরাস আক্রান্ত একজন ২০ বছর বয়সী তরুণ বলে জানা গেছে।

প্রসঙ্গত, বিআইটিআইডিতে গত ২৬ মার্চ থেকে করোনা সংক্রমণ শনাক্ত করা শুরু হয়। এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১২১৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।এদের মধ্যে ৫৭ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন। মারা গেছে পাঁচজন।

এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের লক্ষীপুর জেলায় ১৯ জন, নোয়াখালীতে তিনজন এবং ফেনীতে একজন করোনা আক্রান্ত পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন