বিজ্ঞাপন

ইমরুল কায়েসের বাবা’র মৃত্যুতে কোয়াবের শোক

April 20, 2020 | 12:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয় দলের নন্দিত ক্রিকেটার ইমরুল কায়েস এর বাবা মো। বানি আমিন গতকাল রাতে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল) রাতে এক শোক বার্তায় তারা জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রখ্যাত ক্রিকেটার ইমরুল কায়েস এর পিতা জনাব মো. বানি আমিন রোববার (১৯ এপ্রিল) রাত ৯ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বেশ কিছুদিন আগে জনাব মো. বানি আমিন নিজ জেলা মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টার যোগে ঢাকা নিয়ে আসা হয়। ঢাকায় তার শারীরিক পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। দীর্ঘ তিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।’

‘তিনি স্ত্রী, ও দুই সন্তান সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জনাব মো. বানি আমিন এর মৃত্যুতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে তার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর (অটো রিক্সা) ধাক্কায় ইমরুলের বাবা বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হলে হেলিকপ্টার যোগে তাৎক্ষণিক তাকে ঢাকায় এনে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর প্রায় এক মাস পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন