বিজ্ঞাপন

‘গন্তব্য’-এর আরও কিছু পথ বাকি

March 2, 2018 | 12:52 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকায়, মানিকগঞ্জে এবং সিরাজগঞ্জে হয়ে গেছে শুটিং। হবে আরো অল্প কিছু। এমন মধ্যবর্তী সময়ে এসে সংশ্লিষ্টরা জানান দিলেন সিনেমার কথা। সিনেমার নাম ‘গন্তব্য’। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হচ্ছিলো সিনেমাটির খবর, কিন্তু বৃহস্পতিবার (১ মার্চ) আনুষ্ঠানিকভাবে সামনে এলেন সংশ্লিষ্টরা।

‘গন্তব্য’ সিনেমার পরিচালক অরন্য পলাশ। ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, আমান রেজা, মাসুম আজিজ, আফফান মিতুলসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

রাজধানীর এক রেস্তোরায় বৃহস্পতিবার মিলিত হয়েছিলেন সবাই। সিনেমার মতো এত বড় এক কর্মযজ্ঞ শেষ করতে পেরেছেন বলে পরিচালক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবার প্রতি আমার কৃতজ্ঞতা। শুটিং-এর কাজ শেষ করে ফেলেছি প্রায়। এর পরবর্তী কাজেও আশা করছি সবার সহযোগিতা পাবো।’

ছয় বন্ধু মিলে একটি চলচ্চিত্র নির্মান এবং সেই চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। গল্পে আছে দুটি ভাগ, একটি শহরের, অন্যটি গ্রামের।

বিজ্ঞাপন

সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘প্রেমের সিনেমা তো অনেক হলো। আরো হবে। কিন্তু এখনি গতানুগতিকতা থেকে বের হয়ে কাজ করতে চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকে গন্তব্য আমার মনের মতো একটি সিনেমা।’

আইরিনেরও তাই। বললেন, ‘নিজেকে বুঝতে হলে এই ধরনের সিনেমায় কাজ করতে হবে। কে কেমন কাজ করে, তা জানতে, বিভিন্নরকম চরিত্রে অভিনয় করা প্রয়োজন। এই সিনেমায় আমরা সবাই থিয়েটার কর্মী। দর্শকদের দেশাত্ববোধও জাগ্রত করবে এই ছবিটি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযোজক ও পরিবেশক আবদুল আজিজ। ‘গন্তব্য’ ছবিটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত না। ‘গন্তব্য’ ছবিটি প্রযোজনা করেছে সুইট চিলি ফিল্মস।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন