বিজ্ঞাপন

‘বিপিএলের রূপরেখা চূড়ান্ত করার সময় এখনই’

April 22, 2020 | 6:00 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: করোনায় বন্দী বাংলাদেশের প্রিমিয়ার লিগের ভাগ্য অনিশ্চিত। শঙ্কায় আছে লিগ মাঠে নামানো নিয়ে। আদৌ মাঠে গড়াবে কি না এখনও চূড়ান্ত হয়নি কিছুই। লিগ বন্ধের মাস খানেক পার হয়ে গেছে। করোনা পরিস্থিতি আরো শঙ্কায় ফেলছে এই ভবিষ্যত নিয়ে। এদিকে বেশিরভাগ ক্লাবই লিগ বাতিলের পক্ষে। এমন কঠিন সময়ে এখনই একটা রূপরেখা চূড়ান্ত করে ফেলা উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।

বিজ্ঞাপন

বৈশ্বিক ফুটবল বিবেচনায় রেখে দেশের ঘরোয়া ফুটবলের রূপরেখা চূড়ান্ত করার কথা বলছেন নাবিল, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় ফুটবল মাঠে গড়ানোর উদ্যোগ শুরু হয়েছে। কয়েকটি দেশে স্বল্প দর্শক কিংবা দর্শকহীন খেলা হচ্ছে বা খেলানোর চিন্তাভাবনা শুরু হয়েছে। ওসব দেশেও কিন্তু করোনা পুরোপুরি নির্মূল হয়নি। আমরা কবে শুরু করত পারব জানি না, তবে এখনই রূপরেখা চূড়ান্ত করে রাখা উচিত, যেন ক্লাবগুলো নিজের মতো প্রস্তুত হতে পারে।’

করোনার পরিস্থিতি আরো ঘনীভূত হচ্ছে। তবে এর মধ্যেই লিগ নিয়ে বিকল্প ভাবনাও ভেবে রাখতে হবে বলে মনে করেন বাফুফের সহ-সভাপতি, ‘পরিস্থিতির যখন উন্নতি হবে এবং সরকারের অনুমতি সাপেক্ষে দেশিদের নিয়ে লিগের বাকি ম্যাচগুলো আমরা শুরু করতে পারি। অনুশীলন শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং স্বল্প দর্শক নিয়ে নিরাপদে খেলা চালানোর ব্যবস্থা করতে পারি আমরা।’

এই সময় মোটা অংকের বিনিময়ে বিদেশিদের মাসভিত্তিক বেতন দেয়া লাগতেছে অনেক ক্লাবকেই। লোকসানের মুখে ক্লাবগুলোর কথা চিন্তা করেই শুধু স্থানীয়দের নিয়ে লিগের পরের অংশ আয়োজন করা যেতে পারে বলে প্রস্তাব নাবিলের, ‘এই সময়ে বিদেশিদের বসিয়ে বেতন দেওয়া ও ঢাকায় নিরাপদে রাখাও ক্লাবগুলোর জন্য বাড়তি চাপ। বিদেশিদের সঙ্গে এখনই পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি শেষ করে ক্লাবগুলো এবার দেশিদের নিয়ে লিগ শেষ করার কথা ভাবতে পারে। প্রতিটি ক্লাবে ২০ জন করে দেশি ফুটবলার আছে। বেঞ্চে থাকা দেশি ফুটবলারদের খেলানোর চমৎকার সুযোগ এটা।’

বিজ্ঞাপন

এ নিয়ে বাফুফে সভাপতি ও লিগ কমিটির প্রধানকে এই প্রস্তাবনার কথা জানানো হয়েছে বলে জানান তিনি। বিষয়টি লিগ কমিটির সামনের বৈঠকে আলোচনা করা যেতে পারে বলে মনে করেন তিনি।

তবে আপাতত সিংহভাগ ক্লাবই চায় না লিগ হোক। আরামবাগ ক্রীড়া সংঘ লিগ থেকে সরে আসার চিঠিও দিয়ে দিয়েছে ফেডারেশনের কাছে। ফেডারেশন এতো শিগগিরই লিগ বাতিলের পক্ষে নয় বলে জানা গেছে। তবে নাবিলের প্রস্তাব একটু ভিন্ন, ‘করোনার বিপদে ফুটবল নিয়ে ভিন্নভাবে ভাবার সুযোগ আছে। এটা আমাদের দেশি খেলোয়াড়দের তৈরি হওয়ার সুযোগ। অনেক বছর তো বিদেশি নিয়েই খেলেছি আমরা। দেশিদের না হয় একটু সুযোগ দিয়ে দেখি। এটা আমার নিজস্ব চিন্তা বা প্রস্তাবনা, এ নিয়ে লিগ কমিটির সভায় আলোচনা হতে পারে।’

আপাতত লিগের ভবিষ্যত কি হতে পারে সে বিষয়ে ক্লাবগুলোর কাছে মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে। কয়েকটি ক্লাব তাদের মতামত জানিয়েছে। তবে এখনই লিগ বাতিলের পক্ষে নয় ফেডারেশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন