বিজ্ঞাপন

মৃত্যুর ২ দিন পর জানা গেল ডিএসসিসি কর্মকর্তা করোনা পজিটিভ

April 25, 2020 | 7:56 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মারা যাওয়ার দুইদিন পর জানা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য বিভাগের পরামর্শক খন্দকার মিল্লাতুল ইসলাম (৬২) করোনা পজিটিভ ছিলেন।

বিজ্ঞাপন

বুকে ব্যথা ওঠায় বৃহস্পতিবার বিকেলে মিল্লাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিতে তিনি মারা যান।

মৃত্যুর পর শুক্রবার (২৪ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর। পরে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে জানায় আইইডিসিআর।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সারাবাংলাকে বলেন, ‘ভাবা হয়েছিল তিনি হৃদরোগে মারা গেছেন। কিন্তু আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে জানতে পারে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, করোনার রিপোর্ট আসার আগেই শুক্রবার বিকেলে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ডিএসসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যাওয়ার পর দুবছর ধরে ওই বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছিলেন মিল্লাতুল ইসলাম।

সারাবাংলা/এসএইচ/একে

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন