বিজ্ঞাপন

‘একজন বোলারের ওপর নির্ভর করা যাবে না’

March 2, 2018 | 6:34 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। ঘরোয়া লিগে রান পাচ্ছিলেন না, তবে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-টোয়েন্টির ৫১ রানের ইনিংসটা জানান দিচ্ছিল, কেন তাঁকে বাংলাদেশ দলের ভবিষ্যত মনে করা হয়। নিদাহাস ট্রফির আগে আজ মিরপুরে সৌম্য সরকার জানালেন, ত্রিদেশীয় সিরিজেও করতে চান বড় কিছু।

তবে বাংলাদেশ শিবিরে একটা দুশ্চিন্তা থেকেই গেছে। সাকিব আল হাসান চোট থেকে সেরে ওঠেননি, শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন কি না তা এখনো অনিশ্চিত। সৌম্য অবশ্য বললেন, অধিনায়কের ওপর তারা অতি-নির্ভরশীল হয়ে পড়ছেন না।

‘টি-টোয়েন্টি ছোট ফরম্যাট তো, সুতরাং একজন বোলারের উপর নির্ভর করা যাবে না। সাকিব ভাইয়ের অবস্থা জানি না। উনি থাকলে দলের আলাদা একটা শক্তি থাকবে। তিন সাইডেই তিনি থাকলে ভালো হয়। ওইটা চিন্তা না করে, আমরা বাকি যারা আছি, তারা ভালো কিছু করতে পারলে ভালো হবে।’

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশের সমস্যাটা অন্য। এখন পর্যন্ত একবারও ২০০ করতে পারেনি, শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতেই শুধু কাছাকাছি গিয়েছিল। বড় স্কোর না হওয়ার ব্যাখ্যায় সৌম্য সেটাই মনে করিয়ে দিলেন।

‘শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করছি। শেষের দিকে ভালো না করার পরও এই রান হয়েছিলো। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে; এ ছাড়া বিগহিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারে, তাহলে আশা করি ২০০-এর বেশি রান করতে পারবো। সেটা প্রথম ইনিংসে বা দ্বিতীয় ইনিংসে হোক।’

এমনিতেই সাকিব অনিশ্চিত, তার ওপর টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষতটা এখনো দগদগে। বাংলাদেশ কি আন্ডারডগ হিসেবেই শ্রীলঙ্কা যাচ্ছে? সৌম্য এসব নিয়ে অবশ্য ভাবতে চাইছেন না।

বিজ্ঞাপন

‘আমরা যদি আমাদের অবস্থান নিচে দেখি, তাহলে আগেই আমরা পিছিয়ে পড়বো। ওই রকম তো সুযোগ নেই। আমি মনে করি, যারা ভালো খেলবে তারাই জিতবে। ওই সময়ে যদি ভালো খেলতে পারি, তাহলে জিতবো। কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়বো। সেটা চিন্তা না করে কিভাবে নিজেদের কাজটা ভালো করতে পারি, সেটা নিয়েই চিন্তা করছি।’

সৌম্য জোর দিয়েই জানালেন, এবার শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন।

‘ মাঠে খেলতে নামি, চেষ্টা থাকে ভালো করার, রান করার। ভালো খারাপ তো থাকেই। ওখানে চারটা ম্যাচে আছে প্রথমে। একটা একটা শুরু করবো। একটা একটা ম্যাচে ভালো করতে চেষ্টা করবো। শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো।’

নিদাহাস ট্রফির জন্য রোববারই দেশ ছাড়ছে বাংলাদেশ দল। ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে ৬ মার্চ থেকে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন