বিজ্ঞাপন

চতুর্থবারের মতো করোনা আক্রান্ত দিবালা

April 29, 2020 | 1:44 pm

স্পোর্টস ডেস্ক

গত মার্চের ২১ তারিখ আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা এবং তার বান্ধবী ওরিয়ানা সাবতিনি করোনাভাইরাসে আক্রান্ত হয় বলে পরীক্ষায় জানা যায়। তবে এর সপ্তাহখানেক পরেই জানা যায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দিবালা। আর স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গুইতো জানাচ্ছে নতুন করে আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাওলো দিবালা। এই নিয়ে ৬ সপ্তাহের মধ্যে চতুর্থবার করোনায় আক্রান্ত আর্জেন্টাইন এই জুভেন্টাস তারকা ফুটবলার

বিজ্ঞাপন

এর আগে করোনার বিরুদ্ধে নিজের লড়াইয়ের কথা জানিয়েছিলেন দিবালা। তিনি জানান নিঃশ্বাস নিতে তার কতটা কষ্ট হচ্ছিলো। আর তখনই জানিয়েছিলেন তিনি এবং তার বান্ধবী ওরিয়ানা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

দিবালা বলেছিলেন, ‘সৌভাগ্যবশত আমি এখন সুস্থ আছি, এখন কোনো লক্ষণ নেই। আমি এখন অনেকটা সুস্থ হয়েছি।’

দিবালা জুভেন্টাসের দুই করোনাভাইরাস আক্রান্ত সতীর্থ ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতুইদির সংস্পর্শে এসেছিলেন। তারা দুইজনই তখন করোনাভাইরাসে পজিটিভ ছিলেন।

বিজ্ঞাপন

আগামি ৪ মে থেকে মাঠে অনুশীলনে ফেরার কথা রয়েছে সিরি আ’র খেলোয়াড়দের। ইতালিয়ান প্রধানমন্ত্রী গুইস্পপে কন্তে জানিয়েছেন, ‘খেলোয়াড়রা চাইলেই এককভাবে ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে। আর ১৮ মে থেকে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে। আর এরপর আমরা দেখব যে মৌসুম শেষ করার কোনো উপায় আছে কিনা।’

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন