বিজ্ঞাপন

‘সমালোচনা করা চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি’

May 5, 2020 | 1:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করা চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, ‘এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘করোনার অভিন্ন টার্গেট দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই। এছাড়া বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্কফোর্স হচ্ছে।’ বিশ্বের কোথাও রাজনৈতিক টাস্কফোর্স গঠিত হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতা বিষয় নিয়ে বিষোধগার করছে। অথচ তারা কখনই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকারের অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি। বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারকে জনগণের জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে। মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতির চাকাকেও সচল করে রাখতে হবে। তাই সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে ৩১টি প্রতিষ্ঠানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ পিপিই সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে বিতরণ করা হয়েছে ১৫ লাখের মতো। হাতে প্রায় ৪ লাখ আছে। তাছাড়া পিপিই সংগ্রহ প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ঈদের আগে হতদরিদ্র কর্মহীন মানুষদের আর্থিক সহায়তা দেবেন। এরই মধ্যে ৬৪ জেলায় শিশুখাদ্যসহ ৬৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য ৬০১টি প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তাৎক্ষণিক সেবা দেওয়া যাবে ৩০ হাজার ৬৩০ জনকে।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন। কিন্তু আজকে আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বস এবং ইকনোমিস্টের মতো মর্যাদাশীল সাময়িকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। এবং সাফল্যের বিষয়টি দেশে বিদেশে সমাদৃত হয়েছে। করোনা সংকট মোকাবিলায় তার নেতৃত্ব এবং গৃহীত ব্যবস্থার প্রশংসা সর্বত্রই রয়েছে।’

সারাবাংলা/এনআর/পিটিএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন