বিজ্ঞাপন

মুশি’র জন্মদিনে বাবা মাহবুব হামিদের দুটি উইশ

May 9, 2020 | 5:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

দেখতে দেখেতে জীবনের ৩২টি বসন্ত পার করে ৩৩ এ পা দিয়েছেন মুশফিকুর রহিম। বিশেষ এই দিনে লাল সবুজের নন্দিত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যেমন ভক্তদের শুভকামনায় সিক্ত হয়েছেন তেমনই দেশের সংবাদ মাধ্যমগুলোও তাকে নিয়ে লিখেছে বিশেষ বিশেষ লেখা। সেখানে উঠে আসছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার, দেশের হয়ে খেলা বীরোচিত ও অবিস্মরণীয় এক একটি ইনিংসের কথা। ছেলের জন্মদিনে বাবা মাহবুব হামিদ তারাও উইশ করলেন।

বিজ্ঞাপন

প্রথম উইশটি মাহবুব হামিদ নিশ্চয়ই সন্তানের জন্মদিনের প্রথম প্রহরেই জানিয়েছেন। কিন্তু বিশেষ এই দুটি উইশ মুশির জন্মদিনের বিকেল বেলা এসে জানালেন সারাবাংলার মাধ্যমে।

শনিবার (৯ মে) বিকেলে মাহমুব হামিদ তারাকে মুঠোফোনে ফোন দেয় সারাবাংলা। কথোপকথনের এক পর্যায়ে তিনি বললেন, ‘আমি অন্য কোনো মিডিয়াকে এদুটি উইশের কথা বলিনি যা আপনাকে বলছি।’

ভীষণ আগ্রহ নিয়ে কি সেই ‍উইশ? জানতে চাইলে মাহবুব হামিদ বলেন, প্রথমটি হলো- ‘একবারের জন্য হলেও আমি ওকে টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ে ১-১০ এর মধ্যে দেখতে চাই।’ আর দ্বিতীয়টি? ‘দ্বিতীয়টি হলো, আজ রাতে ও যে ব্যাটটি নিলামে তুলছে আমি চাই এর চাইতেও অধিক কীর্তির ব্যাট ওর কাছে আসুক।’

বিজ্ঞাপন

বাবা মাহবুব হামিদ তারার কথায় স্পষ্ট যে, জীবদ্দশায় তিনি ছেলে মুশফিকুর রহিমের আরো ইতিহাস সৃষ্টিকারী এক একটি ইনিংস দেখতে চান। এবং মুশি সেটা পারবেন বলেও অগাধ বিশ্বাস তার।

‘ইংরেজীতে গড গিফ্টেড বলে একটি কথা আছে। যেটা সাকিব, আশরাফুল ও তামিমের বেলায় দেখা যায়। কিন্তু মুশফিকের ক্ষেত্রে সেটা দেখা যায়নি। সাকিব, আশরাফুল, তামিম ভালো একটি শট অনায়াসে খেলতে পারলেও মুশফিক তা শিখতে দিনের পর দিন লাগিয়ে দিয়েছেন। এরপরে সেটা ওর আয়ত্তে এসেছে। এবং এটাও সত্যি ও কঠোর পরিশ্রমী বলেই সৃষ্টিকর্তা ওর মনের কথা শুনেছেন। সেকারণেই আজকের জায়গায় এসেছে। তো আমি আশা করি আমার এই দুটি উইশও সত্যি হবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেটাই প্রথম ডাবল সেঞ্চুরির ঘটনা। করোনায় সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়াতে আজ রাতে সেই ব্যাটটিই জন্মদিনে নিলামে তুলছেন মুশফিক। এই কীর্তি ছাপিয়ে দেশের হয়ে আরো বড় বড় কীর্তি গড়বেন মুশি, বিশেষ দিনে বাবা হিসেবে মাহবুব হামিদেরে এটি একটি অন্যতম চাওয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন