বিজ্ঞাপন

করোনা আক্রান্ত আশিকের পাশে কোয়াব

May 13, 2020 | 8:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক সহকারী কোচ আশিক মজুমদারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে আশিকের এই দুঃসময়ে যত ধরনের সহযোগিতা প্রয়োজন তার সবই তারা দেবে। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

তিনি বলেছেন, ‘আশিকের সঙ্গে আমার সার্বক্ষণিক কথা হচ্ছে। ইতোমধ্যেই আমরা তাকে মশারি, বিছানার চাদর, কম্বল, অ্যারোসল, পানির কেটলি, হুইল সাবান, লাক্স সাবান, ব্রাশ, পেস্ট, টিস্যু পেপার, গামছা, টেবিল ফ্যান, কমলা, আপেল, মালটা, লেবু, ভিনেগার, পেয়ারা, মধু পৌঁছে দিয়েছি। আরো ফল কিনে ইতোমধ্যে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।’

কোয়াব সাধারণ সম্পাদকের কথা প্রসঙ্গে জানা যায় আশিককে তিন বেলা খাবার পাঠানোর চিন্তাও তারা করছিলেন। সেই মোতাবেক তাকে প্রস্তাব দেওয়া হলে তিনি বলেছেন, তার পরিবারই তাকে খাবার সরবরাহ করবে।

বিজ্ঞাপন

কোয়াবের পক্ষ থেকে আশিক মজুমদারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে দেবব্রত জানালেন, ‘হ্যাঁ, সব ধরনের সহযোগিতাই করব। ওর সব দায়িত্ব আমাদের। ইতোমধ্যেই সহযোগিতা দিয়েছি। সামনেও দিব।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গতকাল বিকেলে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হন সাবেক এই যুবা পেসার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন