বিজ্ঞাপন

বাফুফের অদূরদর্শিতায় ক্ষতিগ্রস্ত ক্লাব: তরফদার

May 16, 2020 | 1:01 am

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। করোনাভাইরাসে থমকে গেছে মাঠের খেলা। প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকলেও থেমে নেই ফুটবলারদের বেতন দেয়া। দেশি-বিদেশি ফুটবলারদের এর মধ্যেও বেতন দিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে ক্লাবগুলোকে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এই লোকসানের পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অদূরদর্শিতাকে দায়ী করছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস (বিএফসিএ) সভাপতি তৃণমূল ফুটবলের রূপকার তরফদার মো. রুহুল আমিন।

লিগের ব্যাপারে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে যে অবস্থা চলছে; গেল মার্চে লিগটা যখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল, তখনই কিন্তু লিগের ব্যাপারে বাফুফের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল যে লিগটা এ বছর চালানো যাবে কি যাবে না। লিগ কমিটির মিটিং যেটা হল সেখানে সবাই কিন্তু একমত পোষণ করল যে না এ বছর তারা কেউ লিগ চায় না। কারণ মহামারী করোনা কোথায় গিয়ে দাঁড়ায় তা আমরা কেউই বুঝতে পারছি না। ফুটবল ফেডারেশনের অদূরদর্শিতার জন্য আজকে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

ক্লাবগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন তরফদার রুহুল আমিন- ‘প্রতিটি ক্লাবের যে বিদেশি প্লেয়ারগুলো আছে, তাদের পেছনে ক্লাবগুলোকে কিন্তু টাকা গুনতে হচ্ছে। এবং প্রতিটি ক্লাবের যে লক্ষ লক্ষ ডলার চলে যাচ্ছে; এতে আল্টিমেটলি বাংলাদেশের ফুটবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ফুটবলের যে অবস্থা, ফুটবল তো ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। এভাবে যদি বাংলাদেশের ক্লাবগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়; তাহলে আল্টিমেটলি দেশের ফুটবলই ক্ষতিগ্রস্ত হবে।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে তরফদার আরো যোগ করেন, ‘খুব দ্রুতই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিক যে এ বছর লিগ হবে না। এ লিগটা পিছিয়ে যাবে, পরবর্তী সেশনে চলে যাবে। পরবর্তী সেশনে চলে গেলে পরে চিন্তাভাবনা করে তখন এই কাজটা করা যাবে।’

চিন্তা ভাবনা করে বাফুফে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরাও চাই ফুটবল মাঠে থাকুক। কিন্তু যেখানে লকডাউন চলছে, যেখানে হাজারো মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, বাংলাদেশের লোকজন মারা যাচ্ছে- এর দায় দায়িত্ব কি ফুটবল ফেডারেশন নিতে পারবে। ফেডারেশনের এ অদূরদর্শিতা মনোভব পরিহার করে, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেয়া উচিত সব সময়। তাহলে বাংলাদেশের ফুটবল এগুবে। এভাবে চলতে থাকলে ফুটবল আর এগুবে কোত্থ থেকে। অলরেডি র‌্যাংকিং ২০০ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশের ফুটবলের বারোটা বেজে গেছে।’

প্রিমিয়ার লিগ নিয়ে আগামী রবিবার (১৭ মে) চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গুঞ্জন উঠেছে লিগ বাতিলের দিকে যাচ্ছে না ফেডারেশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন