বিজ্ঞাপন

৩০ মে পর্যন্ত সব আদালতে ছুটি, চলবে ভার্চুয়াল কোর্ট

May 16, 2020 | 6:07 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগসহ দেশের অধস্তন আদালতসমূহে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের ছুটি বাদে বাকি সময়ে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) বিকেলে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদ উল ফিতর, শবে কদর ও সাপ্তাহিক ছুটি এর অন্তর্ভুক্ত থাকবে। তবে ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও অধস্তন আদালতের সকল কর্মচারীকে কর্মকর্তা নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে গত ২৬ মার্চ থেকে সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা বাড়িয়ে তা ১৬ মে পর‌্যন্ত তা বৃদ্ধি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন