May 19, 2020 | 2:34 am
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
শেরপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরির আঘাতে সোহেল মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন খালেদ মিয়া নামে আরেকজন। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার ভীমগঞ্জের রঘুনাথপুর দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে আক্তার মিয়াসহ তার তিন সমর্থককে আটক করেছে পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (১৭ মে) সকালে প্রতিবেশী আক্তারের বাড়ির সীমানায় বোরো ধান মাড়াই করে সোহেলের স্বজনরা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে আবারো ঝগড়া শুরু হলে প্রতিপক্ষ আক্তার সোহেলকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসএস