বিজ্ঞাপন

করোনায় বিপদগ্রস্ত টেনিস খেলোয়াড়দের পাশে বিটিএফ

May 19, 2020 | 5:06 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের খেলোয়াড়রাও মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্থ হয়ে পড়েছে। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এ দুর্দিনে টেনিস খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকাস্থ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের সভাকক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের বিভিন্ন এলাকার ৪১ জন টেনিস খেলোয়াড়ের প্রত্যেককে নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা প্রদান করা হয়।

করোনা স্বাস্থ্য বিধি মেনে এ অর্থ প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেয়া হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব মো: শাহরিয়ার আলমের সার্বিক তত্ত্বাবধানে ফেডারেশনের সদস্যদের স্বেচ্ছা অনুদানের অর্থে এ তহবিল গঠন করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: মাসুদ করিম ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে এ নগদ অর্থ প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, কোষাধ্যক্ষ শেখ মো: আসলাম ও সদস্য খালেদ সালাহউদ্দিনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুপস্থিত খেলোয়াড়দের অর্থ তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন