বিজ্ঞাপন

কোহলির সঙ্গে তুলনায় আপত্তি, ইমরান হতে চান বাবর

May 19, 2020 | 7:21 pm

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েক বছর ধরেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান বিরাট কোহলির। ক্রিকেটের তিন ফরম্যাটেই পঞ্চাশের বেশি গড় নিয়ে সর্বকালের সেরাদের একজন হওয়ার দিকে ছুটছেন ভারতীয় অধিনায়ক। ওদিকে পাকিস্তানের তরুণ তারকা ক্রিকেটার বাবর আজমও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত গতিতে এগুচ্ছেন। বাবরের দুর্দান্ত ফর্মের কারণে অনেকেই কোহলির সঙ্গে তুলনা করে থাকেন তাকে। তবে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের এই বিষয়টি পছন্দ হচ্ছে না। বাবর বলছেন, কোহলি এবং তিনি পুরাপুরি ভিন্ন ধরনের ক্রিকেটার।

বিজ্ঞাপন

গত ইংল্যান্ড বিশ্বকাপের পরই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছিলেন বাবর। কদিন আগে তার কাঁধে ওয়ানডের নেতৃত্বও দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী তরুণ বলছেন অধিনায়কত্বে তার আদর্শ পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ইমরান খান। ইমরানের মতো আগ্রাসী হতে চান তিনি।

সোমবার (১৮ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমার মতে, তার (কোহলির) সঙ্গে আমার তুলনা না করলেই ভালো হয়। আমি আগেও বলেছি, তিনি এক ধরনের ক্রিকেটার এবং আমি আরেক ধরনের। মাঠে নেমে আমার সব সময় চেষ্টা থাকে, ভালো পারফর্ম করে দলকে জেতানোর।’

অধিনায়কত্বের বিষয়ে বাবর বলেছেন, ‘আমি আগ্রাসী ক্রিকেটের নীতি অনুসরণ করতে চাই। এক্ষেত্রে ইমরান খানের অধিনায়কত্বের স্টাইলটা নিতে চাই। অধিনায়ক হিসেবে নিজেকে ঠান্ডা রাখতে শিখতে হবে। অনেক সময় এমন পরিস্থিতি আসবে যে আপনি রেগে যাবেন। তবে তখনই আপনাকে সংযত থাকতে হবে, আগ্রাসী মনোভাবটা নিয়ন্ত্রণ করতে হবে। নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মূলমন্ত্র হলো আত্মবিশ্বাস। খেলোয়াড়দের যত বেশি ভরসা দেবেন, তারা তত বেশি নিজেদের সেরাটা দিবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন