বিজ্ঞাপন

চট্টগ্রামের কয়েকটি এলাকায় একদিন আগেই ঈদ

May 24, 2020 | 5:25 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সৌদিআরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের কয়েকটি এলাকায় একদিন আগেই ঈদুল ফিতর পালিত হচ্ছে। বিভিন্ন উপজেলায় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ মে) সকালে চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরীফে। সেখানে প্রায় হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর এ আলম সারাবাংলাকে বলেন, ‘আমাদের উপজেলায় একটি বড় জামাত হয়েছে। বাকি আরও ৮-১০টি ছোট ছোট জামাত হয়েছে। প্রত্যেক জামাতে পুলিশ উপস্থিত ছিল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছিল। মোটামুটি সব জামাতেই মুসল্লিরা সেটা মেনে চলার চেষ্টা করেছেন। বিশৃঙ্খলা হয়নি। আমরা কোলাকুলি থেকেও বিরত থাকা অনুরোধ করেছি।’

সাতকানিয়া ছাড়াও চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, লোহাগাড়া উপজেলার বিভিন্ন গ্রামে একদিন আগেই ঈদুল ফিতর পালিত হচ্ছে। জেলা প্রশাসনের হিসেবে, চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক গ্রামে একদিন আগে ঈদ হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন