বিজ্ঞাপন

মাস্ক পরে বল করার পরামর্শ দিলেন মিসবাহ

May 27, 2020 | 4:09 pm

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত গোটা পৃথিবী। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। সম্প্রতি বলে লালা ব্যবহার না করতে সুপারিশ করেছে আইসিসি’র ক্রিকেট কমিটি। যা আইসিসি’র নির্দেশনায়ও উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়! যদি মনের অজান্তে কেউ বলে লালা ব্যবহার করে ফেলে! এমন আশংকা থেকে মিসবাহ-উল-হক বলছেন, বোলারদের মাস্ক পরে বোলিংয়ের নিয়ম করা যেতে পারে।

বিজ্ঞাপন

বলের এক পাশ উজ্জ্বল করতে এবং এক পাশ ভারি করে সুইং আদায় করতে লালা ব্যবহারের বিকল্প নেই। আর তাই করোনাভাইরাসের প্রকোপের পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এটি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ জানান মাস্ক পরে বল করার কথা।

‘কাজটি সহজ হবে না (লালার ব্যবহার বন্ধ রাখা)। ক্রিকেট জীবনের শুরু থেকেই ক্রিকেটারদের এটি অভ্যাস। নতুন এই নির্দেশনার কথা ক্রিকেটাররা মনে রাখলেও মনের অজান্তে সহজাতভাবেই কেউ করে ফেলতে পারেন এটি।’

মিসবাহ বলেন, ‘এটা নিবারণ করতে হলে কিছু না কিছু করতে হবে। সেটি হতে পারে যে বোলাররা মাস্ক পরে বোলিং করল বা এমন কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা রাখা, যাতে হুট করে কেউ লালা ব্যবহার করে ফেলতে না পারে।’

বিজ্ঞাপন

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই-অগস্টে ইংল্যান্ডে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার কথা পাকিস্তানের। মিসবাহ চিন্তিত সম্ভাব্য এই সফরে তার দলের বোলারদের নিয়ে।

তিনি বলেন, ‘ইংলিশ কন্ডিশনে আমাদের বোলারদের কাজটি কঠিন হয়ে উঠতে পারে। কারণ আমাদের বোলাররা নিয়মিত বলে লালা ব্যবহার করে এক পাশ উজ্জ্বল রাখে। আইনের মধ্যে থেকে অন্যান্য উপায়েও বল উজ্জ্বল করা যাবে, কিন্তু লালা ব্যবহার করলে বলের একটা পাশ ভারী হয়, যেটি পেসারদের জন্য খুবই প্রয়োজনীয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস/এসএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন