বিজ্ঞাপন

স্প্যানিশ ভাষার ভয়ে রিয়াল মাদ্রিদকে ‘না’!

May 29, 2020 | 6:35 pm

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবের হয়ে খেলা যেকোনো ফুটবলারেরই বড় স্বপ্ন। স্বপ্নপূরণের সুযোগ পেয়েও অনেকে অবশ্য জনপ্রিয় ক্লাবগুলোতে যোগ দিতে পারেন না। তবে যোগ না দেওয়ার যথেষ্ট যৌক্তিক কারণও থাকে। নেদারল্যান্ডসের সাবেক ডিফেন্ডার বার্ট কন্টারম্যান রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার যে কারণ জানিয়েছেন, তা বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। স্প্যানিশ ভাষা শিখতে হবে বলেই নাকি রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কন্টারম্যান!

বিজ্ঞাপন

ঘটনা ১৯৯৯ সালের, কন্টারম্যান তখন ডাচ ক্লাব ফেইনুর্দে খেলছিলেন। পরের বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। অর্থাৎ রিয়ালে গেলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফুটবলার হতে পারতেন কন্টারম্যান। এতদিন পর ‘টকিং ফিটবো’ পডকাস্টে রিয়ালকে ফিরিয়ে দেওয়ার কাহিনী নিজেই বর্ণনা করেছেন ডাচ ডিফেন্ডার।

কন্টারম্যান বলেন, ‘তখন সাবেক রিয়াল কোচ লিও বেনহ্যাকার ছিলেন ফেইনুর্দে, আমার কোচ হিসেবে। তিনি আমাকে চেয়েছিলেন মাদ্রিদে। ৯ মিলিয়ন পাউন্ডের একটা প্রস্তাবও পাঠানো হয়েছিল আমার জন্য। আমি ওনাকে বললাম, তুমি অবশ্যই মশকরা করছ আমার সঙ্গে। পরে দেখলাম না, তারা আসলেই আমাকে চায়। বেনহ্যাকার আমাকে ফেইনুর্দেই রাখতে চেয়েছিলেন। তবে রিয়ালের মতো কোনো ক্লাব ডাক দিলে যে খেলোয়াড়েরা না গিয়ে থাকতে পারে না, সেটাও বুঝতেন তিনি। কিন্তু স্প্যানিশ ভাষা শিখতে হবে দেখে আমি পরে আর রিয়ালে যাইনি।’

স্প্যানিশ ভাষা শিখতে হবে বলে রিয়ালে যাওয়াকে চাপ মনে হয়েছে বললেন কন্টারম্যান, ‘আমার তখন মাথায় ছিল, আমার পরবর্তী ক্লাব হবে জার্মানি বা ব্রিটেনের কোনো ক্লাব। কারণ আমি তখন ডাচ ভাষার পাশাপাশি জার্মান ও ইংলিশ ভাষাটাও বেশ ভালোই বলতে পারতাম। স্প্যানিশ একদমই পারতাম না। রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে যোগ দেওয়ার একটা আলাদা চাপ তো ছিলই। এর সঙ্গে যুক্ত হয়েছিল স্প্যানিশ ভাষা শিখতে যাওয়ার চাপ। সব মিলিয়ে রিয়ালকে শেষমেশ না করে দিই।’

বিজ্ঞাপন

ডাচ তারকা বললেন, সেই সময়ে এতে আক্ষেপ হয়নি। কিন্তু এখন বড্ড আক্ষেপই হয় তার, ‘সে বছরই রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। তবে আমার মনে হয়, তখন রিয়ালে যোগ দেওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আমি। সেই মুহূর্তে আমার এই সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ ছিল না। তবে এখন মনে হয়, রিয়ালে না গিয়ে বোকামিই করেছি।’

সারাবাংলা/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন