বিজ্ঞাপন

সামনের বছরের বিশ্বকাপ খেলবেন ধোনি!

May 29, 2020 | 7:18 pm

স্পোর্টস ডেস্ক

গত একবছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গ। ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেটের বাইরে প্রায় বছরখানেক ধরে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ধোনি। এবারের আইপিএলে মাঠে ফেরার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল বন্ধ অনির্দিষ্টকালের জন্য।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ধোনি হয়তো এরই মধ্যে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ভারতকে দু’টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক অবশ্য অবসর প্রসঙ্গে নিজে কিছুই বলছেন না। তবে তার শৈশবের কোচ কেশব ব্যানার্জি বলছেন, আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেটও খেলতে পারেন ধোনি!

সম্প্রতি সংবাদ সংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কেশব বলেন, ‘ধোনি যখন অবসর নেবে, সে সবাইকে জানিয়েই অবসর সেবে। এমনকি সে আগামী বছরের ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও পারে।’

ধোনির শৈশবের কোচ বলেন, ‘দেখুন, একটি বিষয় বলা দরকার। ধোনি এমন মানুষ না যে সে সবাইকে ডেকে ডেকে বলবে আমি অবসর নিচ্ছি। সে জানে কখন, কীভাবে কী করতে হবে। যখন সে মনে করবে অবসর নেওয়ার সময় হয়েছে, তখন সে বিসিসিআইকে জানাবে এবং সংবাদ সম্মেলন ডেকে সবাইকে জানাবে। যা যা করার দরকার আনুষ্ঠানিকভাবে, সে নিজেই করবে। যেমনটা সে টেস্ট থেকে অবসর নেওয়ার সময় করেছিল।’

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে নিয়ে ওঠা বিভিন্ন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন কেশব ব্যানার্জি। বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনুসরণ করলে চলবে না। এখানে অনেক কিছুই হয় পরে সেটি মিথ্যা প্রমাণিত হয়। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সবাই ধোনির পেছনে কেন পড়েছে! আমি একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি ধোনিকে বেশ ভালোভাবেই চিনি। সে অবসর নিলে সবাই জানতে পারবে।’

কেশব বলছেন, ধোনি এখনো বেশ ফিট। ‘আইপিএল হলেই দেখবেন ধোনি কতটা ফিট। আপাতত তারই অপেক্ষায় আছি,’— বলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন