বিজ্ঞাপন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় মানবাধিকার কমিশনের উদ্বেগ

May 29, 2020 | 9:15 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মানবপাচারকারী চক্রের পরিবারের সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে। কমিশন বলছে, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনার তথ্যানুসন্ধান হওয়া আবশ্যক।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ কমিশনের এ উদ্বেগের কথা জানান।

ফারহানা সাঈদ জানান, কমিশন এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য এবং হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের ক্ষতিপূরণের জন্য লিবিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যোগাযোগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে। এ ঘটনায় যারা বেঁচে আছেন, তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিও আহ্বান জানিয়েছে কমিশন।

গত ২৮ মে লিবিয়ায় একটি মরুভূমিতে পাচারকারীদের স্বজনরা ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন