বিজ্ঞাপন

উবার-পাঠাও নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

May 31, 2020 | 5:34 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: গণপরিবহন চালু করে দিলেও উবার-পাঠাও’য়ের মতো রাইড শেয়ারিং সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসব সেবার ক্ষেত্রে আলাদা গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন বিআরটিএ’র একজন পরিচালক।

বিজ্ঞাপন

এর আগে, ৩১ মে থেকে অফিস ও গণপরিবহন চালু করা যাবে বলে ঘোষণা দেয় সরকার। সেক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। সরকারের সেই নির্দেশনা অনুযায়ী ট্রেন-বাস -লঞ্চ সবই চলতে শুরু করেছে সকাল থেকে। তবে রাইড শেয়ারিং সেবা এখনো বন্ধ রাখা হয়েছে।

রাইড শেয়ারিং সেবা সহজ-এর একজন কর্মকর্তা জানান, সেবাটি চালু করার জন্য তারা বিআরটিএ’র সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু বিআরটিএ আপাতত চালু না করতে নির্দেশ দিয়েছে।

বিআরটিএ পরিচালক লোকমান হোসেন মোল্লা সারাবাংলাকে বলেন, গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত হলেও রাইড শেয়ারিং সেবা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একটি গাইডলাইন প্রস্তুতির কাজ চলছে। সেটি শেষ হলে রাইড শেয়ারিং সার্ভিস চালু করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএ/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন