বিজ্ঞাপন

ব্যাংকের টাকার বস্তা ‘হাওয়া’: গ্রেফতার ৪, ৬০ লাখ টাকা উদ্ধার

June 2, 2020 | 11:05 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কোতোয়ালী থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে ৮০ লাখ টাকার বস্তা ‘হাওয়া’ হয়ে যাওয়ার ঘটনায় ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই সাথে ২টি বিদেশি অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে ডিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার আশরাফ হোসেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত জানাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) জয়েন কমিশনারের অফিস কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকার বস্তা ‘হাওয়া’

উল্লেখ্য, গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি টাকার বস্তা গাড়ি থেকে খোয়া যায় বলে জানানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন