বিজ্ঞাপন

হজ ভিসা স্থগিত করল ইন্দোনেশিয়া

June 2, 2020 | 5:57 pm

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর নাগরিকদের হজে  না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২ জুন) সেদেশের সরকার এক ঘোষণায় জানায়, করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে হজ প্রস্তুতি সম্পর্কে সৌদি আরব এখনও কোন সিদ্ধান্ত জানায়নি। ফলে ইন্দোনেশিয়া এ বছর হজ ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ফাচরুল রাজি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্তায় বলেন, মে মাসে আমরা দুই বিকল্প সামনে রেখে প্রস্তুতি নিয়েছিলাম: এরমধ্যে একটি হলো ৫০ শতাংশ হজযাত্রী কমানো। তবে এখন পর্যন্ত সৌদি আরব হজ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। এদিকে হজে পাঠানোর  প্রাথমিক প্রস্তুতি নেওয়ারও সময় ফুরিয়ে গেছে। এই বাস্তবতার উপর ভিত্তি করে এ বছর কোনো নাগরিককে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের অন্য কিছু করার নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হজযাত্রী সৌদি আরব যান। ইন্দোনেশিয়া থেকে এ বছর ২ লাখ ২১ হাজার জন সৌদি আরবে হজে যাওয়ার কথা ছিলো।

বিজ্ঞাপন

সৌদি আরব করোনাভাইরাসে অন্যতম শীর্ষ আক্রান্ত একটি দেশ। গত ফেব্রুয়ারিতে উমরাহ পালন স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এ বছরের হজ শুরু হবে ২২ জুলাই।

সারাবাংলা/আইই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন