বিজ্ঞাপন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

June 2, 2020 | 10:50 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে রাজধানীর মধ্য বাড্ডায় এই অভিযান চালানো হয়। বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন সারাবাংলাকে এ তথ্য জানান।

এ এস এম মামুন বলেন, অভিযানে ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বেশকিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লাখ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন