বিজ্ঞাপন

জয়পুরহাটে ঝড়-শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

June 3, 2020 | 5:38 pm

মো. শামীম কাদির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জয়পুরহাট: ঘূর্ণিঝড় ও ভারি শিলাবৃষ্টির কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে জয়পুরহাটে। ঝড়ের প্রবল বাতাসে জমিতেই শুয়ে পড়া পাকা ধান ডুবে গেছে পানিতে। সেই সঙ্গে শিলা বৃষ্টির আঘাতে জমিতেই ঝরে গেছে ধান। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি নেমে গেলে ধানের ক্ষতি হবে না বলে দাবি করছে কৃষি বিভাগ।

বিজ্ঞাপন

জয়পুরহাটে এ বছর বোরো চাষ হয়েছে ৬৯ হাজার ৪২৫ হেক্টর জমিতে। মৌসুমের শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রতি হেক্টরে গড়ে ৬ মেট্রিক টনেরও বেশি ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। কিন্তু ধান কাটার মুহূর্তে গত একসপ্তাহ ধরে দফায় দফায় ঝড়ে জমিতে হেলে গেছে ধানগাছ। সেই সঙ্গে ভারি বৃষ্টিপাতের কারণে অধিকাংশ জমির ধানই পানিতে ডুবে গেছে। ধানগাছ ডুবে থাকার ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।

পানিতে নেমে অনেকেই ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। তবে মেঘলা আকাশের কারণে কাটা ধান শুকোতেও পারছেন না অনেক কৃষক।

জেলার কালাই উপজেলার বাদাউচ্চ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক বলেন, ‘পানিতে ডুবে থাকলে ধানের ক্ষতি হবে। তাই এ অবস্থায় পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

সদর উপজেলার ধারকি গ্রামের কৃষক হাফিজার রহমান বলেন, ‘ঝড়-বৃষ্টির আগে প্রতি বিঘায় ধান পাওয়া গেছে ২৪ মণ পর্যন্ত। তবে এখন সেখানে গড়ে পাওয়া যাচ্ছে মাত্র ১০ মন।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক স.ম. মেফতাহুল বারী বলেন, আবহাওয়া অনূকুলে থাকলে পানি আর বাড়বে না। পানিতে ডুবে থাকলেও ধানের খুব বেশি ক্ষতি হবে না। আশা করছি, পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন