বিজ্ঞাপন

সুন্দরবন থেকে টেনে নামানো হল আটকে পড়া জাহাজ

June 3, 2020 | 8:09 pm

লোকাল করেসপন্ডেন্ট

মোংলা: মাটিতে উঠে যাওয়া বাণিজ্যিক জাহাজ ‘এমভি শাহারিয়ার জাহান’কে প্রায় ১১ ঘণ্টা পর আবার পশুর নদীর চ্যানেলে নামানো হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘এমটি সুন্দরবন’ ওই জাহাজটিকে টেনে নদীতে নামায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) রাতে পণ্য খালাসরত অবস্থায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে মাটিতে উঠে যায় জাহাজটির একটি অংশ।  বুধবার সকালে জাহাজটি নদীতে নামার পর আবার জাহাজটিতে পণ্য খালাস কাজ শুরু হয়েছে। জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-২ এলাকায় অবস্থান করছে।

এমভি শাহারিয়ার জাহান জাহাজে কর্মরত এমরান হোসেন বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে আকস্মিক ঝড় শুরু হলে জাহাজটি ঘুরে গিয়ে পিছনের অংশ সুন্দরবনের মাটিতে আটকে যায়। এরপর জাহাজটির পণ্য খালাস কাজ বন্ধ হয়ে যায়।

এমভি শাহারিয়ার জাহান জাহাজে কর্মরত সুপারভাইজার মো. ফারুক মোল্লা জানান, গেল ৩১মে এমভি শাহরিয়ার জাহান জাহাজটি চারটি সিমেন্ট মিলের ২১ হাজার মেট্রিক টন কাঁচামাল লাইম স্টোন নিয়ে মোংলা বন্দরে আসে। ঝড়ের কবলে পড়ার কারণে জাহাজটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এখন জাহাজটির পণ্য খালাস চলছে।

বিজ্ঞাপন

শ্রমিক ঠিকাদারি প্রতিষ্ঠান স্টিভিডরস মেসার্স শেখ আব্দুস সালাম এন্ড কোম্পানির পরিচালক শেখ কামরুজ্জামান জসিম জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে জাহাজটির পিছনের অংশ সুন্দরবনের উপরি ভাগে উঠে গিয়েছিলো । এ খবর মোংলা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘এমটি সুন্দরবন’ ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৯টার দিকে সুন্দরবনের উপরের অংশটি টেনে নামাতে সক্ষম হয়। পরে আবার জাহাজ থেকে পণ্য খালাস কাজ শুরু হয়।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন