বিজ্ঞাপন

বিহঙ্গ পরিবহনের বাসের চাপায় বাইকের চালক ও আরোহীর ‍মৃত্যু

June 4, 2020 | 12:43 pm

ঢাকা: রাজধানীর বাংলমোটরে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ‍দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে বাংলামোটর মোড়ে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক পথচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালককেও আটক করা হয়েছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এদিকে, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, আহত জাকির হোসেন (৪৮) তিতাস গ্যাসের ঠিকাদার। অন্য একটি মোটরসাইকেলে ছিলেন তিনি। তিনি আহত হলেও তার শারীরিক অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা/এসএসআর/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন