বিজ্ঞাপন

বাসা থেকে অফিস করবেন বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

June 4, 2020 | 11:48 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : রোস্টারিং করে বাসা থেকে অফিস করার সুযোগ পেলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং শাখা অফিসের প্রধান নির্বাহী বা মহাব্যবস্থাপক অফিসের কাজের গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে দায়িত্ব বণ্টন বা রোস্টারিং করতে পারবেন।

‘যেসব কর্মকর্তা বাসায় অবস্থান করবেন, তাদের বাসা থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কেউই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’ এ সময় যেসব কর্মকর্তা অফিসে এসে কাজ করবেন তাদের দুপুরের খাবার সুবিধা দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য এর আগে বাংলাদেশ ব্যাংকের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া আরও শতাধিক কর্মীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। এইসব কারণে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই অফিস আদেশ জারি করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন