বিজ্ঞাপন

অসহায় ক্রীড়াবিদদের জন্য আরো ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার

June 9, 2020 | 4:10 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট
ঢাকা: করোনার ব্যস্ত খেলাধুলা হঠাতই বন্ধ। ব্যস্ত ক্রীড়াঙ্গনে এখন শূন্যতা বিরাজ করছে। এই করোনা দুর্ভোগটা দেশের ক্রীড়াবিদদের কষ্ট ও সংকট বাড়িয়ে দিয়েছে। অসহায় হয়ে পড়েছে খেলাকে জীবিকা হিসেবে নেয়া এই ক্রীড়াবিদরা। তাদেরই পাশে দাঁড়িয়েছে সরকার। দ্বিতীয় দফায় ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে আজ। সঙ্গে সংকটে থাকা এই ক্রীড়াবিদদের জন্য আরো ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে দেশের সরকার।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় জাতীয় ক্রীড়া পরিষদ ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অস্বচ্ছল ১৫০ ক্রীড়াবিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। ইতোপূর্বে তিনি প্রায় ছয় শতাধিক ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দেয়া হয়েছিল।

৩ কোটি টাকার বরাদ্দের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের জন্য আরো ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের কাজ চলছে। অচিরেই এ অর্থ দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদদের হাতে তুলে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

বরাদ্দ ছাড়াও সহস্রাধিক ক্রীড়াবিদদের মাসিক একটা আর্থিক সহায়তা দেয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি, ‘এছাড়াও আমরা বঙ্গবন্ধু ক্রীড়াসেবি কল্যাণ ফাউন্ডেশন হতে প্রায় ১১৫০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে প্রতিমাসে ২০০০ টাকা করে একবছরে মোট ২৪ হাজার টাকা প্রদানের লক্ষ্যে কাজ করছি।’

মানবিক সহযোগিতার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা করোনায় ক্ষতিগ্রস্ত সকল অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চাই। সরকারের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি আমাদের ধারাবাহিক কার্যক্রম। এটি অব্যাহত থাকবে।’

ক্রীড়াবিদসহ কোচ, সংগঠক ও কর্মকর্তাদেরও এই সাহায্যের আওতায় আনা হবে বলেও জানান তিনি, ‘শুধু ক্রীড়াবিদ নই, আমরা করোনায় ক্ষতিগ্রস্ত কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকদের কিভাবে সহযোগিতা করা যায় সেটি নিয়েও ভাবছি।’

বিজ্ঞাপন

এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মো: আখতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএইচ

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন