বিজ্ঞাপন

উৎসবের সমাপনী দিনে ‘আ পেয়ার অব স্যান্ডেল’

March 5, 2018 | 2:28 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

জার্মানির ইন্ডিপেন্ডেন্ট ডেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রতিযোগিতা করবে ‘আ পেয়ার অব স্যান্ডেল’। জসীম আহমেদ পরিচালিত ছবিটি বেস্ট শর্টফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে।

এবারের আসরের ফোকাস ইউরোপিয়ান সিনেমা হলেও স্বাধীন চলচ্চিত্র হিসেবে ‘আ পেয়ার অব স্যান্ডেল’ রয়েছে বেশ শক্ত অবস্থানে, জানিয়েছেন পরিচালক। ইউরোপ-আমেরিকার ২২টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে ‘আ পেয়ার অব স্যান্ডেল’।

১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল জার্মানির কার্লশ্রুহে শহরে অনুষ্ঠিত হবে স্বাধীন চলচ্চিত্রের এই গুরুত্বপূর্ণ উৎসবের ২০ তম আসর। শেষ দিনে কার্লশ্রুহের শোবার্গ থিয়েটারে সন্ধ্যা ৭টা ১৫মিনিটে একসঙ্গে দেখানো হবে সর্বোচ্চ ৫ মিনিট দৈর্ঘ্যের ছবিগুলো। এই সময়েই প্রদর্শিত হবে ‘আ পেয়ার অব স্যান্ডেল’।

বিজ্ঞাপন

উৎসবের ১১টি বিভাগে বিশ্বের ৪৬টি দেশের স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১৫০টি ছবি প্রতিযোগিতা করবে।

এছাড়াও আগামী মে-তে অনুষ্ঠিতব্য চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারে প্রদর্শিত হবে ছবিটি। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে নির্মিত হয়েছে ‘আ পেয়ার অব স্যান্ডেল’।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন