বিজ্ঞাপন

ছুরি ছিল বলে ধরা পড়েনি : অর্থমন্ত্রী

March 5, 2018 | 2:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

পুলিশের সামনে ছুরি নিয়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ছুরি লুকিয়ে রাখা যায় বলে আগে থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে রামদা হলে দেখা যেত, আগেই হামলা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বিসিএস ইকোনমিক ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

জাফর ইকবালের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘ভেবেছিলাম আমরা আরও একজনকে হারাতে যাচ্ছি। তবে ভালো লাগছে যে, এখন তিনি ভালো আছেন।’

বিজ্ঞাপন

জামায়াত নিষিদ্ধ প্রশ্নে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘জামায়াতে ইসলাম দেশের শত্রু। এদেশে তাদের থাকার অধিকার নেই। তবে জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে কিছু প্রবলমে আছে।’

জাফর ইকবালকে হামলার ঘটনায়, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, ‘যেহেতু বিএনপি এমন কথা বলেছে তাহলে এই হামলার ঘটনা জামায়াতের।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুনিয়ার কোথাও নেই। তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। শাস্তির আওতায় আনা হচ্ছে।’

সারাবাংলা/এইচএ/জেএএম/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন