বিজ্ঞাপন

ফেদেরারের হাঁটুতে ফের অস্ত্রোপচার

June 10, 2020 | 9:46 pm

স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরার ভক্তদের জন্য দুঃসংবাদ। ডান হাঁটুর সেই পুরনো ইনজুরির কারণে ফের একবার ছুরিকাঁচির নিচে যেতে হলো ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস সুপারস্টারকে। আর এতে চলতি বছর পুরোটাই খেলার বাইরে থাকতে হবে তাকে। টুইটারে এ খবর দিয়েছেন সুইস তারকা নিজেই।

বিজ্ঞাপন

করোনাভাইরাস পরিস্থিতিতে এমনেই কোর্টে খেলা নেই। পিছিয়েছে একের পর এক বড় ইভেন্ট। অলিম্পিক, ফরাসি, ইউএস, অস্ট্রেলিয়া ওপেন সব বড় ইভেন্টই স্থগিত। কবে নাগাদ টেনিস ফিরবে তার কোন নিশ্চয়তা নেই। এর মধ্যে ফেদেরারের খেলার বাইরে থাকায় অবশ্য খুব একটা ক্ষতি নেই। তবে সুইস তারকার বয়স ৩৯ ছুঁই ছুঁই। এমন সময় হাঁটুর অস্ত্রোপচারে ভক্তদের দুশ্চিন্তার কারণ হতেই পারে।

রজার ফেদেরার টুইটারে পোস্ট করা ওই বিজ্ঞপ্তিতে জানান, ‘কয়েক সপ্তাহ আগে আমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে। ফলে অতিরিক্ত আর্থ্রোস্কোপিক ব্যবস্থা নিতে হয়েছে আমাকে।’

২০১৬ সালে বড় চোট পেয়েছিলেন ফেদেরার। সেবার প্রায় ছয় মাস টেনিস কোর্টে নামেননি ফেডেক্স। তবে পরের বছর কোর্টে নেমেই বাজিমাৎ করেছিলেন। ২০১৭ সালে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন। বিজ্ঞপ্তিতে সে কথাও উল্লেখ করেছেন তিনি। এবারও সেভাবেই ফিরতে চাইবেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন