বিজ্ঞাপন

বাতিঘর’র বর্ষপূর্তি ও কথা-নাচ-গান

June 10, 2020 | 10:27 pm

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশের আলোচিত নাট্যদল ‘বাতিঘর’ নয় বছর পেরিয়ে পদার্পন করছে দশ বছরে। এ উপলক্ষে প্রতিবারের মত এবারো সল্প পরিসরে নানা কর্মকান্ডের আয়োজন করছে বাতিঘর পরিবার।

বিজ্ঞাপন

করোনাকালিন এই সংকটময় পরিস্থিতিতে বর্ষপূর্তি উপলক্ষে থাকছে সারাদিন ব্যাপি ঘরোয়া ভাবে অনলাইন আড্ডা। অভ্যন্তরীন এই আড্ডায় সাংগঠনিক পরিকল্পনা, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহন হবে। আর রাত ১০টা থেকে ‘বাতিঘর’র সকল শুভানুধ্যায়ী নাট্যজন এবং নাট্যবন্ধুদের নিয়ে আড্ডা। এতে থাকবে কথা, নাচ আর গান। বাতিঘর’র ফেসবুক পেইজে প্রচারিত হবে এই আয়োজন।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন