বিজ্ঞাপন

হলে বা অনলাইনে নয়, প্রসেনজিতের নতুন ছবির মুক্তি টেলিভিশনে

June 19, 2020 | 6:09 pm

করোনা আবহে বন্ধ সমস্ত সিনেমাহল। সিনেমা পাড়ায় অনেক ছবির প্রযোজকরা তাই ডিজিটালি ছবি রিলিজের দিকে জোর দিয়েছেন। বিভিন্ন ওয়েব প্লার্টফর্মে একে একে মুক্তি পাচ্ছে বড় পর্দার সিনেমা গুলো। এবার টেলিভিশনে মুক্তি দেয়া হচ্ছে নতুন সিনেমা। ভারতীয় বাংলা চলচ্চিত্রের দীর্ঘসময়ের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়ের নতুন ছবি ‘নিরন্তর’ মুক্তি পাচ্ছে টেলিভিশনে। এই প্রথমবার প্রসেনজিতের ফিচার ফিল্মের প্রিমিয়ার হবে ছোটপর্দায়। এই ছবির প্রযোজকও তিনি।

বিজ্ঞাপন

২৮ জুন (রবিবার) ভারতীয় বাংলা চ্যানেল ‘জি বাংলা’য় প্রদর্শিত হবে ছবিটি। এই প্রথমবার সিনেমা হলে রিলিজ না হয়ে টিভিতে তার ছবি রিলিজ প্রসঙ্গে একটি ভারতীয় বাংলা গণমাধ্যমকে প্রসেনজিৎ জানিয়েছেন, ‘প্রথমবার টিভিতে আমার ছবি মুক্তি পাচ্ছে। সব থেকে বেশি দর্শকের কাছে পৌঁছনোর জন্য এর থেকে ভাল মাধ্যম আর হয় না’। বলা হচ্ছে করোনা আবহের জন্যই এভাবে মুক্তি পাবে ‘নিরন্তর’। দর্শকরা ঘরে বসেই দেখতে পাবেন প্রসেনজিতের নতুন এই ছবি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশের বিটিভি-তে দেখানো হয়েছিল। এরপর ছবিটা বাংলাদেশে সুপারডুপার হিট হয়। এই ছবিটাও সিনেমা হলে দেখানো হবে। তবে যখন হল খুলবে স্পেশ্যাল পারমিশন দিতে হবে ছবিটা দেখানোর জন‌্য। তখন আরও কিছু মানুষ দেখবেন। যারা ভাল ছবি দেখতে চায় তারা ‘নিরন্তর’ দেখবেই।’

‘নিরন্তর’ ছবির একটি দৃশ্যে প্রসেনজিৎ

বিজ্ঞাপন

নির্মান প্রসঙ্গে প্রসেনজিৎ বললেন, ‘আমার ইচ্ছে ছিল ছবিটা নন্দনে রিলিজ করার। কারণ এটা ফেস্টিভ‌্যাল ওরিয়েন্টেড ছবি। এন আইডিয়াজ থেকে যখন ছবি করি, সবসময় নতুন প্রতিভা খুঁজে বেড়াই। চন্দ্রাশিসের একটা শর্টফিল্ম দেখেছিলাম। ও খুব ট‌্যালেন্টেড। ওকে বলেছিলাম একটা ছবি নিয়ে ভাবতে। ও যে স্ক্রিপ্টটা শোনায় সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। আমার দারুণ ভাল লেগেছিল। সিনেমার ভাষাটাই আলাদা! ওকে জিজ্ঞেস করেছিলাম, প্রস্তুত কিনা। বলল, প্রথম ছবি করলে এটা নিয়েই করবে। আর আমাকে নিয়েই করবে।’

‘নিরন্তর’র নির্মাতা চন্দ্রাশিস রায়। এটি প্রথম ফিচার ফিল্ম। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর সকলের প্রশংসা পেয়েছে। জীবন ছোঁয়া এই ছবি। মূলত, দু’জন মানুষের যাত্রাপথ এই ছবির গল্প। একই সঙ্গে প্রকৃতির কথা বলে, যে কিভাবে প্রকৃতি মানুষের জীবন পালটে ফেলতে পারে। যার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। গল্পে একজন মধ‌্য বয়স্ক সিভিল ইঞ্জিনিয়ার বিপ্লব সেন (প্রসেনজিৎ) পাহাড়ে গিয়েছে একটি রিসর্টের জন‌্য লোকেশন খুঁজতে। সঙ্গে তার সহকারী ভাস্কর (সত‌্যম ভট্টাচার্য)। এমন একটা জায়গা যেখানে মোবাইলে নেটওয়ার্ক নেই। দুই প্রজন্মের দু’টি মানুষ। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দিনের শেষে সব হারিয়ে যাওয়ার পরেও মানুষকে চলতে হয়, এই ছবির এমনই বার্তা। প্রসেনজিৎ, সত‌্যম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কিতা মাঝি, একাবলী খান্না ও প্রণয় নারায়ণ। ক‌্যামেরায় সৌমিক হালদার। ছবিটির শুটিং হয়েছে উত্তরবঙ্গের একেবারে ভার্জিন লোকেশনে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন