বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি বাফুফের

June 20, 2020 | 8:25 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়ে আনিত বিভিন্ন অভিযোগকে অস্বীকার করেছে ফেডারেশন। বাফুফের দাবি- নির্বাচন নিয়ে এসব অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’। একটি বিশেষ চক্র ফেডারেশনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বিজ্ঞাপন

ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আজ শনিবার (২০ জুন) এক ভিডিও বার্তায় এ দাবি করেন।

তিনি বলেন, ‘সম্প্রতি একটি বিশেষ গোষ্ঠী এ করোনাকালীন পরিস্থিতিতে বাফুফে তড়িঘড়ি করে নির্বাচন করতে চায় মর্মে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আসছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানোয়াট।’

নির্বাচনকে সামনে রেখে অবৈধভাবে ডেলিগেট মনোনয়ন করার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আসন্ন বাফুফে নির্বাচনকে সামনে রেখে বাফুফে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজকর্ম পরিচালনা করেছে যেমন নির্বাচন কমিশন গঠন এবং বাফুফের আওতাধীন বিভিন্ন ক্লাব ও সংস্থা হতে তাদের ডেলিগেটের নাম সংগ্রহ করা।’

বিজ্ঞাপন

অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিতের যে সিদ্ধান্ত তা বহাল থাকছে বলে জানান তিনি। সঙ্গে সাধারণ সভা করে কার্যনির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি, ‘বাফুফে নির্বাচনী সাধারণ সভা আয়োজনের পরবর্তী দিনক্ষণ, স্থান নির্ধারণের ক্ষেত্রে বাফুফে কার্যনির্বাহী কমিটি কর্তৃক পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন বাফুফে কার্যনির্বাহী কমিটির ইতোপূর্বেকার সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে বাফুফে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফার অনুমোদনক্রমে গত ৩১ মার্চ বাফুফের নির্বাচনী সাধারণ সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

সম্প্রতি ফিফা কর্তৃক ফেডারেশনের কাছে গত ১৫ জুন একটি চিঠি পাঠায়। সেখানে করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে কাল বিলম্ব না করে বাফুফেকে নির্বাচন আয়োজনের বিষয়ে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, ‘বাফুফে কার্যনির্বাহী কমিটি করোনা সংক্রান্ত বিষয় দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করত ইতোপূর্বে নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে অদ্যবধি সেই একই সিদ্ধান্তে বাফুফে কার্যনির্বাহী কমিটির অবস্থান। আমি একই সাথে আশ্বস্ত করতে চাই যে, করোনাকালীন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ফিফাকে অবহিত করঃত বাফুফে কার্যনিবাহী কমিটির সিদ্ধান্তের আলোকে বাফুফে নির্বাচনি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/জেএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন