June 22, 2020 | 11:59 pm
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ভালো আছেন বলেও জানিয়েছেন।
সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন আমিনুল ইসলাম আমিন।
দলীয় সূত্র বলছে, সামান্য কিছু উপসর্গ থাকায় গত শনিবার (২০ জুন) করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আমিনুল। সোমবার রিপোর্ট পেয়েছেন তিনি। তাতে করোনা পজিটিভ এসেছেন। তবে তার উপসর্গগুলো অত্যন্ত মৃদু।
যোগাযোগ করলে আমিনুল নিজেও জানান, বাসাতেই আছেন। ভালো আছেন।
সারাবাংলা/এনআর/টিআর