বিজ্ঞাপন

সুশান্তের শেষকৃত্যের কাজ শেষ হতে না হতেই ‘ক্ষমতাশালী’দের হুমকি

June 26, 2020 | 9:00 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সুশান্তের শেষকৃত্যের কাজ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ‘ক্ষমতাশালী’দের হুমকি। অভিযোগ- শেষকৃত্যে কেন তাদের আমন্ত্রন জানানো হয়নি? এমনটাই অভিযোগ করলেন সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু প্রযোজক সন্দীপ সিং।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে প্রযোজক সন্দীপ সিং আরো জানালেন, ‘সুশান্তের শেষকৃত্য সেরে আমি যখন বাড়ি ফিরে স্নানে যাচ্ছি, ঠিক তখনই আমার কাছে কয়েকটি ফোন আসে। কয়েকটি মেসেজও পাই। আমাকে বলা হয়, আমি কেন তাদের শেষকৃত্যে আমন্ত্রণ জানাইনি? আমাকে লেখা হয়েছিল, ‘আমরা ক্ষমতাশালী। আর আপনি আমাদেরই আমন্ত্রণ জানালেন না!’ আমি বুঝিনা এইসব মানুষের মনে কী চলে?’

সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সুশান্ত যে অবসাদে ভুগছিলেন, সেটা তার আত্মহত্যার পরপরই জানিয়েছিল মুম্বাই পুলিশ। তার বাড়ি থেকে ডিপ্রেশনের ওষুধও পাওয়া যায়। এরপরই উঠে আসে নানা তথ্য। জানা যায়, বলিউডে স্বজনপ্রীতির শিকার হয়েছিলেন সুশান্ত। একটি সাক্ষাৎকারে সুশান্তের বন্ধু প্রযোজক সন্দীপ সিং বলেন, ‘লোকেরা তার মৃত্যু নিয়ে নাটক করছে।’

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুত, অঙ্কিতা লোখন্ডে ও সন্দীপ সিং

সুশান্তের শেষকৃত্যের সময় উপস্থিতি নিয়ে গণমাধ্যমকে সন্দীপ সিং বললেন, ‘সুশান্তের অবসাদের কারণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেখানে একতা কাপুরকে টানা হচ্ছে। কিন্তু উনি শেষকৃত্যের দিন নিজের ইচ্ছেতেই এসেছিলেন। শুধু তাই নয় শ্রদ্ধা কাপুর, রণদীপ হুডার মতো মানুষ সেদিন সেখানে এসেছিলেন। বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদছিলেন। কই, ওদেরকে তো শেষকৃত্যের জন্য নিমন্ত্রণ জানানো হয়নি!’

সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিং দুঃখপ্রকাশ করে বলেন, ‘সুশান্তের মৃত্যুর চেয়েও এই সব লোকেরা তাকে নিয়ে যা করছে, তাতে আমি আরও বেশি আঘাত পাচ্ছি। শুধু তাই নয়, তার আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় যে সব প্রতিক্রিয়া চলছে, তা বেদনাদায়ক।’ তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই অভিনেতা সুশান্তকে সবাই ভালবাসে। এটা আবেগ। কিন্তু এটা কাউকে দোষারোপ করার সময় নয়। সুশান্তের পরিবারের কথা কেউ ভাবছে না। সবাই বলছে সে ৭টি ছবি হারিয়েছিল। তার ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল না। তার কাছে টাকা ছিল না। কিন্তু এগুলি সবই অনুমান’।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন