বিজ্ঞাপন

চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা ২৯ পূর্ণদৈর্ঘ্য ছবি

June 27, 2020 | 11:30 am

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার সময় বৃদ্ধির পর শেষ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ছবি জমা দেওয়ার সময়। বৃহস্পতিবার (২৫ জুন) ২০১৯ সালের পুরস্কারের জন্য জমা পড়েছে ২৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ৫টি এবং ৩টি প্রামাণ্যচিত্র। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে খবরটি জানা গেছে। খুব শিগগিরই জুরি বোর্ড ছবিগুলো দেখা শুরু করবে।

বিজ্ঞাপন

জমা পড়া ছবির তালিকায় রয়েছে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’।

প্রথমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেন্সর বোর্ড থেকে ৫ এপ্রিলের মধ্যে ছবি জমা দেওয়ার কথা বলা হয়েছিলো। করোনাভাইরাসের কারণে অধিকাংশ পরিচালক প্রযোজক ছবি দিতে না পারায় তাদের আবেদনের প্রেক্ষিতে এ তারিখ ২৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৯৭৬ সালে এ পুরস্কার প্রবর্তন করা হয়। মোট ২৮টি বিভাগে এবার পুরস্কার দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন