বিজ্ঞাপন

নয়াপল্টনের পরিবর্তে প্রেসক্লাবে বিএনপির অবস্থান

March 6, 2018 | 5:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৮ মার্চ নয়াপল্টনের পরিবর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (০৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে আগামী ০৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার বিএনপি ঘোষিত কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান রিজভী।

সংবাদ স্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ- সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ- প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন